সাড়ে ৬ লাখ লোকের খাবার পানি নেই

আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ১০:২৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ইরাকের মসুলে সাড়ে ৬ লাখ মানুষের খাবার পানি নেই।
ইরাকি বাহিনী ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের মধ্যে যুদ্ধে পানি সরবারের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বিপর্যয় দেখা দিয়েছে।
তীব্র পানি সংকটে খাদ্য গ্রহণে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মসুলের ৪০ শতাংশ মানুষ। মসুলের নিনেভেহ প্রাদেশিক পরিষদের সদস্য হুসাম আল-আবার জানিয়েছেন, ‘আমরা মানবিক দুর্যোগে মধ্যে আছি।’ তিনি জানান, মসুল শহরের মধ্যে এখনো প্রায় ১৫ লাখ মানুষ আটকা পড়ে আছে। পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্যসহ মৌলিক সেবা বলতে মসুলে কিছুই নেই। বিশুদ্ধ খাবার পানির সংকট মসুলে থাকা অসম্ভব করে তুলেছে। লোকজন ঘরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে।
মঙ্গলবার খাদরা এলাকার ৪৫ বছর বয়সি উম আহরাফ বাতাসংস্থা এএফপিকে জানিয়েছেন, পানি নেই। তারা কুয়ার পানি খাচ্ছেন, যা খুব লবণাক্ত। এ পানি খাওয়ার আগে ফুটিয়ে নিতে হয়।
মসুল থেকে আইএস হটানোর ইরাকি অভিযান শুরু হয়েছে প্রায় ছয় সপ্তাহ হয়ে গেল। ইরাকি কমান্ডাররা দাবি করেছেন, পূর্ব মসুলের প্রায় ৪০ শতাংশ তারা দখল করে নিয়েছেন।
মসুলের সাধারণ মানুষদের ঘরের মধ্যে থাকার পরামর্শ দিচ্ছেন সেনারা। কিন্তু নিত্যপ্রয়োজনীয় সব কিছু সংকট, তাদের জীবন হুমকির মুখে ফেলেছে।- রাইজিংবিডি