শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সমিতির বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সিংড়া কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট আলহাজ্ব মো. মহসিন আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এসময় আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মো. আব্দুল হক, মো. মামুন অর রশিদ, মো. সিরাজুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, মো, দেলবর হোসেন প্রমুখ।