রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। নাটোর জেলার সদর ও সিংড়া উপজেলার ১০৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সিংড়ার সহকারী প্রোগ্রামার মাজদার আলী প্রমূখ।