‘সিংহম এগেন’-এ আসছে ‘চুলবুল পাণ্ডে’! কবে থেকে ‘সিংহম’, ‘সিম্বা’দের সঙ্গে শুটিং শুরু সলমনের?

আপডেট: অক্টোবর ৭, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহম’। অভিনেতা অজয় দেবগনের হাত ধরে পরিচালক রোহিত শেট্টির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’।

ওই দুই ছবির সাফল্যের পর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে ‘কপ ইউনিভার্স’-কে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’। আর সিংহামের নতুন সিক্যুয়েলে কি থাকছেন অভিনেতা সালমন খান? সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ঘিরে সেই জল্পনা শুরু হয়েছে।

কখনও শোনা যাচ্ছে ‘চুলবুল পাণ্ডে’ হাজির হবেন ‘সিংহম এগেন’-এ, কখনও বা ফিসফাস ‘চুলবুল’ সাজা থেকে বর্তমানে শতহস্ত দূরে সলমন। কিন্তু মজার কথা, এই প্রসঙ্গে রোহিত শেঠি থেকে শুরু করে সালমান খান আজ পর্যন্ত টু শব্দটি উচ্চারণ করেননি। সম্প্রতি, ‘সিংহম এগেন’ ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন এই ছবিতে অতি অবশ্যই হাজির হবেন চুলবুল পাণ্ডে।

কারণ, প্রথমত সলমন নাকি নিজেও বেশ ইচ্ছুক এই কপ-ইউনিভার্সে পা রাখতে এবং দ্বিতীয়ত বেশ কয়েক বছর আগে প্রকাশ্যেই রোহিত শেঠির অনুরোধে তিনি কথা দিয়েছিলেন যে বলিউডের এই পুলিশ ব্রহ্মাণ্ডে ‘চুলবুল’ অবতারে হাজির হবেন তিনি।

এক জনপ্রিয় রিয়্যালিটি শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই প্রসঙ্গে রোহিতের উদ্দেশ্যে বলে উঠেছিলেন, “আমি যদি একবার কোনও ব্যাপারে কথা দিয়ে ফেলি তাহলে সেটা পূরণ করি!”
ওই সূত্র আরও জানিয়েছে, আগামী দু-তিনদিনের মধ্যেই ‘সিংহম এগেন’-এ নিজের অংশের শুটিং শুরু করে ফেলবেন সলমন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ