মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের সিংড়ায় রহমত ইকবাল অনার্স কলেজে অনার্স শিক্ষকদের এমপিওসহ জাতীয়করণ করার দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মুনসুর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম আংগুর, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক আলী হাসান, সাংবাদিক ও প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক শ্যামল কুমার হালদার, সাংবাদিক ও প্রভাষক রাজু আহমেদ, আকতার হোসেন অপূর্ব প্রমুখ।
সভায় শিক্ষকবৃন্দ বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা আজ অবহেলার পাত্র। তারা মানবেতর জীবনযাপন করছে। সংসার ও সমাজে তারা বঞ্চনার শিকার।
পৃথিবীর উন্নত দেশে শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি। সেখানে অনার্স শিক্ষকরা তিন হাজার টাকা বেতন পায়। যা অপমানের বিষয়।