সিংড়ায় নৌকায় ব্যতিক্রমি সাহিত্য আসর

আপডেট: অক্টোবর ২১, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়া প্রেস ক্লাবের উদ্যোগে নবীন-প্রবীণ কবি, সাহ্যিতিক ও লেখকদের নিয়ে চলনবিল এলাকায় দিনব্যাপী নৌকা ভ্রমণ, আনন্দ উৎসব ও প্রীতিভোজসহ নৌকায় ব্যতিক্রমী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় কবিতা আসরে স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, আলতাফ হোসেন, কবি মাহবুব এ মান্নান, আব্দুল মতিন, সুমন প্রামাণিক, কবি রাজ কালাম, রিক্তা বানু, নবীন কবি শাকিল আহমেদ জয়, কাওছার আহমেদ, জুয়েল ইসলাম, প্রত্যয় সাহা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ