সিংড়ায় পাঁচ নারী মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদ-

আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১১:৩১ অপরাহ্ণ

সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে পাঁচ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।
কারাদ- প্রাপ্তরা হলেন, পৌর শহরের মাদারীপুর মহল্লার মোতালেব এর স্ত্রী বুড়ি (৩৯), নিংগইন মহল্লার আলতাবের স্ত্রী রেখা (৪৫), সরকারপাড়া মহল্লার কালুর স্ত্রী বুড়ি (৪৫), উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের মৃত কুরবান আলীর স্ত্রী আছিয়া (৪৫) ও ফজলুর স্ত্রী সুফিয়া (৪২)। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে আসামিদের হাজির করা হয়। তিনি মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে বুড়ি, রেখা ও বুড়িকে একমাস করে এবং আছিয়া ও সুফিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ-ের সাজা প্রদান করেন।
সিংড়া থানার এএসআই প্রদীপ কুমারের নেতৃত্বে চলতি মাসে বিশেষ অভিযানে উপজেলার প্রায় ৭০ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বাঁকীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।