সিংড়ায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি :


র‌্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলো, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি-প্রতিমন্ত্রী জুনাইদ-আহমেদ-পলক এমপি।

এ উপলক্ষে বেলা ১১ টায় একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে সিংড়া প্রেসক্লাবের হলরুমে মেহেনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানার সভাপতিত্বে উপস্থাপক মুন্জুর শাহ আলম সগরের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুর ইসলাম ভোলা, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দি, পৌর আওয়ামীলগর সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সিংড়া , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, তাজপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ রানা কলম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকবিুল ইসলাম, ১নং ওয়ার্কড আওমীলীগের সভাপতি নান্টু কুমার হাওয়ালদার মাহবুব এ মান্নান, কবি আবুল হোসেন, আজাহার, খলিল মাহমুদ, রিক্তা বানু, সাবেক ছাত্রনেতা মতিয়ার রহমান মিলন সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কেক কাটে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, গ্রাম বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোহনা টিভির সকল কলাকৌশলীদের শুভেচ্ছা জানাই। আগামী র্স্মাট বাংলাদেশ গঠনে মোহনা টিভি যথাযথ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version