বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের দুই সৈন্য নিখোঁজ হয়েছে।
তুরস্কের সামরিক কর্মকর্তারা জানান, তারা সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করা তাদের দুই সৈন্যের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তুর্কি সৈন্যরা সেখানে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
আইএস এর বার্তা সংস্থার মাধ্যমে দাবি করেছে, গোষ্ঠীটির জঙ্গিরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাবের আল-দানা গ্রাম থেকে দু’জন তুর্কি সেনাকে আটক করেছে। তবে তুরস্ক তাদের এই দাবির প্রতি কোন মন্তব্য করেনি। তুর্কি সেনারা কৌশলগত আল-বাবা শহর থেকে আই এস ও কুর্দি বাহিনীকে হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে।
সেপ্টেম্বর মাসে আইএস এর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর থেকে তুরস্কের ওপর জঙ্গি হামলা বেড়েছে। বিগত এক দশকে জিহাদিরা তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে। ২০১৫ সালের গ্রীষ্মকালে আইএস জঙ্গিরা তুরস্কের এক সৈন্যকে আটক করে বলে ধারণা করা হচ্ছে। তাকে কোথায় রাখা হয়েছে এখনো তা জানা যায়নি।- বাসস