সুনামগঞ্জ-২ উপনির্বাচনে সুরঞ্জিতের স্ত্রীকে মনোনয়ন

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১:০৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে জয়া সেন গুপ্তাকে এ মনোনয়ন দেয়া হয়।
এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে ও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দলের সমর্থন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।- রাইজিংবিডি