মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সোনাদিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে অংশগ্রহনকারীরা- সোনার দেশ
সোনাদিঘি অবৈধ দখলমুক্ত করার দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জনউদ্যোগ রাজশাহীর আহ্বায়ক প্রশান্ত কুমার সাহা।
বক্তব্য দেন, জনউদ্যোগ রাজশাহীর ফেলো অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, শিক্ষক নেতা অধ্যক্ষ রাজকুমার সরকার, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিপীপ কুমার ঘোষ প্রমুখ।