বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না রংপুর রাইডার্সের আইকন তারকা সৌম্য সরকারের। চলতি বছরের শুরু থেকেই রান খরায় ভুগছেন এ ব্যাটসম্যান। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একইভাবে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। তবে তার ফর্ম নিয়ে চিন্তিত নয় রংপুর রাইডার্স। বোলার এবং অন্যান্য টপঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় দারুণ খেলে যাচ্ছে দলটি। ফলে সৌম্য ফ্রি হয়ে খেলার সুযোগ পাচ্ছেন বলে জানান অলরাউন্ডার জিয়াউর রহমান।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিয়া বলেন, ‘সৌম্য খুব ভালো খেলোয়াড়। সে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এটা মোটেও মাথায় নিচ্ছি না। ও ফ্রি আছে। খুব ভালো অনুশীলন করছে। আশা করি, সে খুব দ্রুত রানে ফিরবে।’
এদিন খুলনা টাইটান্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে রংপুর। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর প্রথম সারির ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এ জয় পায় তারা। টুর্নামেন্টে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে টেবিলের শীর্ষেই আছে দলটি। সামনের প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে ম্যাচ বাই ম্যাচ আগাতে চায় নাঈম বাহিনী।
‘আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। ওরা সঠিক জায়গায় বোলিং করেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী ওরা বোলিং করেছে। এর পাশাপাশি আমরা টপঅর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে। আর আমরা এখন শীর্ষে আছি। কিন্তু এখনও আমাদের ছয়টা ম্যাচ বাকি। বলতে গেলে এখনও বহু পথ বাকি। আমরা ‘ম্যাচ বাই ম্যাচ’ পরিকল্পনা করছি।’
এবারের আসরে রংপুরের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করায় এখন কোনো পরীক্ষা দিতে হয়নি লোয়ার অর্ডারকে। তবে দলের প্রয়োজনে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে জানান জিয়া, ‘আমাদের সবাই প্রস্তুত। এমনকি আমিও এখন পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি না। তবে মানসিকভাবে প্রস্তুত। যেদিন প্রয়োজন হবে সেদিন কিছু করতে পারবো। আমরা অনুশীলনে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’