স্কুল চালুর দাবিতে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১০:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় পুনরায় উন্মুক্তকরণের দাবিতে মানববন্ধন ও প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বৃহত্তর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকাবাসীর উদ্যেগে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার কামাল খাঁ মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও একই দাবিতে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, সাবেক কাউন্সিলর আবুল হাসনাতসহ এলাকার শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ