বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে স্নাতক (পাস) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোর্স কো-অর্ডিনেটর ও উদ্ভিদ বিজ্ঞান বিষেেয়র প্রভাষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও কলেজের বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মিয়াজউদ্দীন। প্রধান আলোচক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান এবং বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সককারি অধ্যাপক মোহা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক মো. হায়দার আলী ও গীতাপাঠ করেন, উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রভাষক স্বপন কুমার সরকার। রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামের সঞ্চালনা করেন, ইতিহাস বিভাগের প্রভাষক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. হাসিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন, গণিত বিভাগের প্রভাষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি এম. জি আজম। শুভেচ্ছা বক্তব্য দেন, উচ্চ মাধ্যমিক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোর্স কো-অর্ডিনেটর ও ইসলামি শিক্ষা বিষয়ের সহকারি অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসী বেগম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এছাড়াও নবীনদের মধ্যে থেকে শিক্ষার্থী মিম পারভীন মনিষা এবং মো. সাকিব রেজা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন।