সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী সোনালী অতীত ক্লাবের আয়োজনে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে সাদাইন খোকন ও তসলিম উদ্দিন এবং প্রাক্তন কৃতী ফুটবলার সামসুল ইসলাম মোল্লার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার সন্ধা ৬ টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন ডিএফএ সভাপতি ডাবলু সরকার, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামার মনি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী। সভাপতিত্ব করেন রাজশাহী সোনালী অতীত ক্লাবের সভাপতি আবু হান্নান মানিক। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। অনুষ্ঠানে সংবর্ধিতদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।