স্বাস্থ্য উপ-কেন্দ্রের সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ গঠন করা হয়েছে। পবা উপজেলার বিলনেপালপাড়া স্বাস্থ্য উপ-কেন্দ্রের সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় সেবাগ্রহীতাদের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট (এসিজি) গঠন করা হয়েছে।

সনাক রাজশাহীর স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভাটি তালুক ধর্মপুর দাখিল মাদ্রাসাতে অনুষ্ঠিত হয়। গঠিত এসিজিতে সমন্বয়ক হিসেবে শরিফুল ইসলাম এবং সহ-সমন্বয়ক হিসেবে মুনিরা খাতুন ও সাইদুল ইসলাম-কে সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য নির্বাচিত করা হয়।