রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক ডুকে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও বৃহস্পতিবার দিনগত রাত ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ২১ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৩ জন, শেরপুরে ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন, টাঙ্গাইলে ২ জন এবং বরগুনা, নড়াইল, যশোর, লালমনিরহাটে ১ জন করে ৪ জন নিহত হয়েছে।
খাগড়াছড়িতে দুর্ঘটনায় নিহত ৮
পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
মাটিরাঙা থানার ওসি সাহাদাত হোসেন টিটু জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আলুটিলা পর্যটনকেন্দ্রের কাছে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহালছড়ির চৌংড়াছড়ি এলাকার নেইম্রা মার্মা (৪০), উচনু মার্মা (১৮), চাইথোয়াই প্রু মারমা, পুলু মার্মা (১৬), উক্রাচিং মার্মা, টুনটুনি মারমা, অংক্যচিং মারমা ও ববি মারমা (৩০)। এদের মধ্যে চাইথোয়াই প্রু মারমা ও অংক্যচিং মারমা মহালছড়ি পাইলট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, দুর্ঘটনার পরপরই তার হাসপাতালে সাতজনের লাশ নেয়া হয়। ট্রাকচাপায় তাদের দেহের বিভিন্ন অংশ থেঁতলে গিয়েছিল। আহত অবস্থায় ১৫ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ববি মারমার মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান। রনি মারমা নামে আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাটিরাঙা উপজেলার আলুটিলা সাংসক নগর বৌদ্ধ বিহারের ধর্মগুরু ভদন্ত চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন। বিহারে উপরে ও নিচে মানুষের ঢল নামার পাশাপাশি সড়কের পাশে মেলার মত দোকান বসিয়েছিলেন অনেকে।
চট্টগ্রাম থেকে পাথর নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে বিহার এলাকায় এসে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি রাস্তার পাশে এক ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে তৈরি হওয়া ভিড়ের মধ্যে উঠে যায় এবং হতাহতের ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন জানান।
মাটিরাঙার ওসি টিটু জানান, চালকের সহকারী মো. সেলিম ট্রাকটি চালাচ্ছিলেন। তাকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোহাম্মদ আরিফ (৩৫), ইয়ামিন (৬) ও মাফিয়া বেগম (৪৫)। আহতরা হলেন, শাহিনুর আক্তার (৩৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদ রানা (২৮), ববি আক্তার (১৪) হাফিজুর রহমান (২৮), রুমানা আক্তার (১৪) ও স্মৃতি আক্তার (২৪) ।
বরগুনায় এসএসসি পরিক্ষার্থী নিহত
বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে রাসেল ও ইমরান নামে আরও দু’জন। শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল পাতাকাটা ইউনিয়নের আয়লা পাতাকাটা গাবতলী গ্রামের নিজাম হাওলাদারের ছেলে এবং লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
বাসধাক্কায় ২ স্কুলছাত্র নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহাম্মদ নগর মাটিয়াকুড়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত ছাত্ররা হলেন- শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৩) ও শহীদ মিয়ার আবু হামজা (১৩)। তারা যথাক্রমে- ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণির ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি মেম্বারসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় এক সাবেক ইউপি মেম্বারসহ অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো.মঈনুর রহমান জানান। হতাহতহরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন সদরের নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক মেম্বার মো.বাসু মিয়া (৬৮) ও সবুজ মিয়া (২২)।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
নড়াইল সদর উপজেলার চাচড়া এলাকায় একটি থ্রি-হুইলার (জেএসএ) নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক তবিবর রহমান (৪০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার বিকেল ৩টার দিকে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবিবর যশোরের মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
আদিতমারীতে নারী নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি তেতুলতলা চৌপতি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেলেন। এ সময় লালমনিরহাট গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক প্রতিবন্ধি ছিলেন।
টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম জানান, রাতে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের একজন পুরুষ ও একজন নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও ১৫ যাত্রী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
যশোরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর ইমান আলীর আমতলা মোড় এলাকায় জাকির হোসেন দিপু নিহত হন।
নিহত জাকির হোসেন জয়পুর গ্রামের ইনতাজ আলী সরদারের ছেলে। তিনি সম্প্রতি মাগুরা সদর থানা হতে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল থানায় যোগদান করেন।
সূত্র: বিডিনিউজ, বাংলানিউজ, রাইজিংবিডি, নতুন বার্তা