‘হতে পারে এটিই আমার শেষ বছর’

আপডেট: নভেম্বর ২৯, ২০১৬, ১০:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বর্তমানে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং নিঃসন্দেহে এ কথা বলা যায়। কিন্তু নিজের বর্তমান অবস্থান নিয়ে মোটেও নিশ্চিন্তে নেই তিনি। বরং যখন তখন এই অবস্থান হারাতে পারেন এমনটাই ভাবছেন এ গায়ক।
২৯ বছর বয়সি অরিজিৎ বলেন, ‘আমি মনে করি না অনেক দূর যেতে হবে। হতে পারে এটিই আমার শেষ বছর। সাধারণত নতুন কণ্ঠশিল্পীরা পাঁচ-সাত বছরের মধ্যেই অবস্থান হারিয়ে ফেলেন।’
তবে নিজেকে টিকিয়ে রাখতে একটি উপায়ও বের করেছেন তিনি। এ প্রসঙ্গে অরিজিৎ বলেন, ‘আমি এই নিয়মটি বদলাতে পারি। যদি আমি একটি নির্দিষ্ট ঘরানা নিয়ে কঠোর পরিশ্রম করি, তাহলে অনেকদিন টিকে থাকতে পারব। একমাত্র আমি এই ঘরানার গানে কণ্ঠ দিতে পারব। এইভাবেই আমি টিকে থাকতে পারব।’
২০০৫ সালে ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে নজরে আসেন অরিজিৎ সিং। এরপর কম্পোজার শংকর-এহসান-লয় এবং প্রীতমের সহকারী হিসেবে ছয় বছর কাজ করেন। ২০১১ সালে মার্ডার-টু সিনেমায় ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
বর্তমানে অসংখ্য ভক্ত রয়েছে এ গায়কের। অনেকেই তাকে অনুপ্রেরণা মনে করেন। বলিউডের এক নম্বর গায়ক হওয়া সত্ত্বেও মিডিয়া থেকে নিজেকে একটু দূরেই রাখেন তিনি।
অরিজিৎ বলেন, ‘আমি একা থাকতেই ভালোবাসি। গত তিন বছরে আমার ভক্তের সংখ্যা অনেক বেড়েছে, আমি মনে করি, তাদেরও জানা উচিৎ তাদের সঙ্গে সংযোগ থেকে দূরে থাকি কারণ আমি একাকীত্ব পছন্দ করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বিষয়টি অনেক কঠিন হয়ে গেছে।’ রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ