হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি তবে হাতছাড়া হল জম্মু কাশ্মীর

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


হরিয়ানা ভোটে ফের গেরুয়া শিবিরের জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ টি আসনের মধ্যে ৪৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছে হাত শিবির।



হরিয়ানায় নির্বিঘ্নে সরকার গড়বে কংগ্রেস। ম্যাজিক ফিগার তো বটেই, ৬৪টি পর্যন্ত আসন জিতবে হাত শিবির। নির্বাচনের পরে এমনটাই দাবি ছিল সাতটি বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু এক্সিট পোলের সেই পরিসংখ্যান ভুল প্রমাণিত হল ভোটগণনা শুরু হতেই। কংগ্রেসকে পিছনে ফেলে অনেকখানি এগিয়ে গেল বিজেপি।

অক্টোবর এক দফায় নির্বাচন হয় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে। তার পরে প্রকাশিত হয় একের পর এক এক্সিট পোল। হরিয়ানায় এককভাবে সরকার গড়তে চলেছে কংগ্রেস, এমনটাই দাবি করা হয় সেখানে। ৭টি বুথ ফেরত সমীক্ষার সারমর্ম, হরিয়ানায় কম-বেশি ৪৯ থেকে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। অর্থাৎ ১০ বছর পরে হরিয়ানায় ফের ক্ষমতা দখল করবে হাত শিবির। এক্সিট পোলে জয়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। ভোটগণনার আগেই দিল্লিতে শুরু হয় সেলিব্রেশন।

অন্যদিকে জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স দলের সঙ্গে জোট করে কাশ্মীরে ভাল ফল করেছে কংগ্রেস। সেখানে ৯০ টি আসনের মধ্যে ৫২ টি আসনে এগিয়ে রয়েছে তারা। বিজেপি এগিয়ে রয়েছে ২৮ টি আসনে। এর সবকটাই রয়েছে জম্মুতে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ