হিরোসিমা দিবস আজ

আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১২:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


১৯৪৫ সালের  এই দিনে সকাল ৮টা ১৫ মিনিটে মার্কিন বোমারু বিমান ৫৮০ মিটার উঁচু থেকে জাপানের হিরোশিমা নগরীর উপর আনবিক বোমা নিক্ষেপ করে। বোমাটি ছিল তিন মিটার লম্বা ও ওজন ৪ টন। এর তিনদিন পর নাগাসাকি শহরের উপর আরো একটি আনবিক বোমা ফেলা হয়। এ দুটোই হলো এ পর্যন্ত পৃথিবীতে মানববসতির ওপর প্রথম আনবিক বোমা নিক্ষেপের ঘটনা। আনবিক বোমা বিস্ফোরণে  ৪৩ দশমিক ৫ কি.মি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে ১৩ দশমিক ২ কি.মি এলাকার সবকিছু পুড়ে যায়। বোমায় ১ লাখ ৫০ হাজার লোক মারা যায় এবং ৩ লাখ ২০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।