হোমিও কলেজের শিক্ষক ও তার ছেলে গ্রেফতার

আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে রাজশাহী হোমিও মেডিকেল কলেজের শিক্ষক ও তার ছেলেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় মালোপাড়ায় অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই শিক্ষকের নাম ডা. সায়েরা বানু এবং তার ছেলের নাম ডা. গুলজার হোসেন রনি।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী হোমিও মেডিকেল কলেজের শিক্ষক ডা. সায়েরা বানু ও তার ছেলে ডা. গুলজারকে শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশ আটক করে। পরে গতকাল ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অ্যালকোহল, স্পিরিটসহ নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ বিষয়টি আরো গভীরে খতিয়ে দেখছে। পরে এই বিষয়ে থানায় মামলা রুজু করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ