২৪ ডিসেম্বর হচ্ছে না রাবির সমাবর্তন নিবন্ধনের সময় বৃদ্ধি

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তন ২৪ ডিসেম্বর হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও শিক্ষামন্ত্রণালয় থেকে নিশ্চিত না করায় এখন আর নির্ধারিত এ তারিখে সমাবর্তন হচ্ছে না। এতে সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও এখনো আমাদের কাছে শিক্ষা মন্ত্রাণালয় থেকে কোনো চিঠি আসেনি। তাই এ তারিখে সমাবর্তন করা সম্ভব হচ্ছে না। সব দিক বিবেচনা করে নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমাবর্তনে নিবন্ধনের সময় নির্ধারিত ছিল। এবারে সমাবর্তনে অংশগ্রহণ করছেন ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ