সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বাল্যবিয়ে মুক্ত কর্মসূচি ঘোষণার পর আয়োজকদের সঙ্গে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সোনার দেশ
বাল্য বিবাহমুক্ত সমাজ চাই, মানসম্মত শিক্ষা চাই প্রতিপাদ্য নিয়ে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে ১৮ বছরের আগে মেয়েদের এবং ২১ বছরের আগে ছেলেদের বিয়ে না করার নিয়ম রয়েছে। এ বিষয়ে অভিভাবকদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের সন্তাদেরকে শিক্ষাজীবন শেষ করে সাবলম্বী হওয়ার পর তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এজন্য তিনি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে ভাল নেতৃত্ব না থাকার কারণে অনেক দরিদ্র পরিবারের মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। শিক্ষাঙ্গণ এখন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে। শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেয়েদের সামাজিক নিরাপত্তা না দিতে পারলে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাল্যবিবাহ মুক্ত এলাকা ঘোষণা সম্বলিত ৫০টি সাইন বোর্ড ২৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় স্থাপনের মাধ্যমে এ এলাকার জনগনকে অবহিত করার উদ্যোগকে স্বাগত জানান মেয়র।
স্বেচ্ছাসেবী বহুমুখী মহিলা সমাজ কল্যাণ সমিতি (এসবিএমএসএস) এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ২৬নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবিএমএসএস রাজশাহীর নির্বাহী পরিচালক নূর-এ-জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, নগর স্বাস্থ্য কেন্দ্রের সুপার ভাইজার মনিরুল ইসলাম তুহিন।