সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক ও রাবি প্রতিনিধি
বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালনের সময় একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে। অথচ কোনো হত্যারই বিচার এ পর্যন্ত হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিক হত্যায় প্ররোচিত করছে। এজন্য অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষায় আইন তৈরি করতে হবে। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
সিরাজগঞ্জের শাহাজাদপুরের দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার শিমুল হত্যার প্রতিবাদ জানিয়ে নগরীতে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।
বক্তারা বলেন, এক শ্রেণির ভূমিদস্যু লুটেরা গোষ্ঠির হাতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেড়েছে। এই আগ্নেয়াস্ত্র দিয়ে তারা একের পর হত্যাকা- সংঘটিত করে যাচ্ছে। অথচ তাদের কোনো বিচার হচ্ছে না। তারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকা- সংঘটিত করে যাচ্ছে। এই লুটেরা গোষ্ঠীদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানান বক্তারা।
বিভিন্ন সংগঠনের কর্মসূচি
রাজশাহী প্রেসক্লাব : হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপি চলা এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন, রাজনীতিবিদ, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষক, সমাজ উন্নয়নকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী ও জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সুজন রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ সফিউদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব ও আরইউজের সাবেক সভাপতি সোনারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শফিউল আলম বুলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসনাত আলী, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ, সহ-সভাপতি শ ম সাজু, যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, অর্থ সম্পাদক এসএম আতিক, গণতন্ত্রী পার্টির সদস্য সচিব মহিবুল আরেফিন, দৈনিক সংবাদের সুব্রত দাস, সমকাল পত্রিকার রাজশাহী বূরো সৌরভ হাবিব, দিপ্ত টিভি রাজশাহী ব্যুরো ইউ আদনান, ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর ও বাংকার নয়া রহমান।
সংহতি জানিয়ে বক্তব্য দেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র সভাপতি আহসান হাবীব অপু, জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, নাগরিক অধিকার ফোরামের এ্যাড. হোসেন আলী পিয়ারা, অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন-বসকোর সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-রাসিসাস’র সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি, রাজশাহী কলেজ রিপোর্টারস্ ইউনিটির সভাপতি শেখ রহমতুল্লাহ, সমকাল সুহৃদয় সমাবেশের পার্থ কুমার পাল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের বাংলাভিশনের পরিতোষ চৌধুরী আদিত্য প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : ‘সাংবাদিকদের মারার জন্য শক্তি দরকার হয় না। কারণ, সাংবাদিকরা নিরীহ, নীরস্ত্র মানুষ, এদেরকে খুব সহজেই মারা যায়। সাংবাদিক মারলে বিচার হয় না। বিচারহীনতার জন্য বারবার নির্যাতিত হচ্ছে সাংবাদিকরা।’ সাংবাদিক হত্যা-হামলা-নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল বাকী এসব কথা বলেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলসহ সকল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করা হয়। সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, এক জন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হন, তখন পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুন্ন হয়। আজ আমাদের কলম নিয়ে লিখার কথা, কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ, আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে। সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আ. কাইয়ুম, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসাইন মিঠু।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি রিপোর্টার্স ইউনিটি ও সমকাল সুহৃদ সমাবেশ সংহতি প্রকাশ করে।
সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী শাখা : হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সমকাল সুহৃদ সমাবেশ নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিকেল ৪টায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সমকালের রাজী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ ম সাজু প্রমুখ।
সিপিবি : সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার সিপিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাংবাদিক হত্যা-হামলা-নির্যাতনের বিচার ও দোষিদের শাস্তির দাবি জানানো হয়।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি : প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। দুপুরে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন পালন করে তারা। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি ওঠে সাংবাদিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতেরও।
আরসিআরইউ সভাপতি শামসুননাহার সুইটির সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন, সংগঠনের উপদেষ্টা ড. সৈয়দ আলী আহসান, আজমত আলী, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, আজীবন সদস্য হাসান রাজিব, সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ, সাবেক অর্থ সম্পাদক শফিক আজম, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্ত্র সম্পাদক বাবর আলী, নির্বাহী সদস্য বাসির ফুয়াদ, মৌলী আরমান প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ মামুন, এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জিয়াউল গণি সেলিম ও মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান গোলাম রাব্বানী। মানববন্ধনে আরসিআরইউর সহযোগী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরাও অংশ নেন।
অধিকার : সিরাগঞ্জের শাহাজাদপুরে সমকালের সাংবাদিক ও মানবাধিকার সংগঠন অধিকার’র কর্মী আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী পৌর মেয়রের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবাধিকার সংগঠন অধিকার’র রাজশাহী জেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নগরীর সোনাদিঘির মোড় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবাধিকার সংগঠন অধিকার’র রাজশাহীর সমন্বয়ক সাংবাদিক মঈন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএমএসএফ’র রাজশাহী জেলার সভাপতি ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ (বাসক) রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক তৌফিক ইমাম পান্না, দিপ্ত টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান ইউসুফ আদনান, মানবাধিকার কর্মী মাহফুজুর রহমান তুহিন, রাকিব হাসান, মনিরুজ্জামান, মোফাজ্জল, অধ্যাপক ইউসুফ আলী, ইউনুস আহম্মেদ শিশির, জার্জিস, আসিক প্রমুখ।