রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
হঠাৎ গাছে ফুল। কেউ জানেনা ফুলের কথা। সেই ফুলটি কখন ফুটবে। মাত্র কিছুক্ষণের জন্যই অতিথি হয়ে আসে ফুলটি গাছে। বলছিলাম নাইট কুইন ফুলের কথা। এই রাতের রাণী দেখতে যেমন অতুলনীয়, তেমনই এর সুগন্ধ মানুষকে মুহূূর্তেই মুগ্ধ করে। এই ফুলটি ফুটেছে গতকাল মঙ্গলবার রাত নয়টা ২০ মিনিটে নগরীর সাগরপাড়ার আলী আহম্মদের বাড়িতে।-সোনার দেশ