সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় এক কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া পূর্বপাড়া গ্রামের অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ব্যাগে ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ খোশবার আলীকে গ্রেফতার করা হয়।
এছাড়া আড়পাড়া গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি সইমুদ্দিন, জাহিদ হাসান, জয়নাল আবেদিন, রাজিব হোসেন, সুমন আলী, কিশোরপুর শেখপাড়া গ্রামের হামিদুল ইসলাম, চারঘাট উপজেলার তালবাড়িয়া (পরানপুর) গ্রামের সুজন আলীকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।