শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বাঘায় দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তবে ভোটারের তুলনামূলক উপস্থিত কম লক্ষ করা গেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দেখা যায়, আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৪৮১ ভোট। এ সময় উপস্থিত ছিল ৯৯ ভোট। নওটিকা-আরিফপুর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৪২ ভোট। বেলা ১২টার দিকে ভোট পড়েছে ৩৮ শতাংশ।
বাঘা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৫৭। বেলা ১২টার দিকে খোঁজ নিয়ে জানা গেছে ভোট পড়েছে ৯৩৪। দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ২৪৯। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫৩। বাউসা হারুন-অর-রশি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৪ হাজার ৬৬১ ভোট। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ২ হাজার। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নৌকার সমর্থক রেজাউল করিম ও মিশন সরকার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা-আরিফপুর কেন্দ্রে আসার সময়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের কাঁচি প্রতীকের সমর্থকরা তাদের মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রেজাউল করিম আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে ও একই গ্রামের কালাম সরকারের ছেলে মিশন সরকার।
অপর দিকে বাউসা ইউনিয়নের দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ গজ পশ্চিমে একটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। স্থানীয় মনিরুল ইসলাম ও হানিফ আলী বলেন, ককটেলের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছুটা ককটেল বিস্ফোরণের চিহৃ দেখা যায়। তবে কিছু কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
এদিকে শনিবার রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত ভোট কেন্দ্রের আশে পাশে বাউসা ইউনিয়নের দিঘা মরঘাটি, আটালিপাড়া ও তেঁথুলিয়া, মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বাজার, গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজারের মোহাম্মদ আলীর দোকানের সামনে, মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বাজারসহ দূর্বৃত্তরা প্রায় ৩৫টি স্থানে ককটেল বিস্ফোনের ঘটনা ঘটিয়েছে। এছাড়া দিঘা জালাল মাষ্টারের বাড়ির পাশে থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেল বিস্ফোরনে রফিকুল ইসলাম নামের এক যুবক আহত হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে রাতে কিছু স্থানে ককটেল বিস্ফোণের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে কোন আলামত পাওয়া যায়নি। তবে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কোন কোন অভিযোগ দেয়নি।