ঘনকুয়াশার সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ

আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ঘন কুয়াশার বাড়ছে শীতের প্রকোপ। কুয়াশা দীর্ঘায়িত হওয়ায় জনজীবনেও দুর্ভোগ বেড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ কম। শীতের মাত্রাও বেশ বেড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল ৭ টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা সকাল ৬ টায় ছিলো ৯৯ শতাংশ। আর বেলা ২ টায় ছিলো ৭৭ শতাংশ। এদিন সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত ঘনকুয়াশায় আবৃত ছিলো। এরপর সূর্যের দেখা মেলে। যদিও শীতের প্রকোপ সারাদিনই থাকছে।

শীতের প্রকোপ বাড়তে থাকায় এ অঞ্চলের মানুষের জীবনমানে ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ বেশি বিপাকে পড়েছেন। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে এই জনপদের জনজীবন।

এ সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো বৃস্পতিবার ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আর বুধবার (৩ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, সামনে শীতের প্রকোপ আরও বাড়বে। শৈতপ্রবাহের সম্ভাবনাও আছে।

উল্লেখ্য, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ