বাঘায় ছুরিকাঘাতে মাংসবিক্রেতা মামুন হত্যা মামলার ১ আসামি গ্রেফতার

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মাংস বিক্রেতা মামুন হোসেন হত্যা মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বাঘা থানার পুলিশ আড়ানী পৌর বাজার থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো-হত্যাকারী মিজানুর রহমান খোকনের কর্মচারী মৃত জমির উদ্দিনের ছেলে আবদুস সালাম। মামুন হোসেন ও মিজানুর রহমান খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। উভয়েই মাংস ব্যবসায়ী।

জানা যায়, শনিবার সকালে মামুন হোসেন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মিজানুর রহমান খোকনও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। মামুনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে রোববার জানাযার পর আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মামুন হোসেন দুই সন্তানের জনক। বড় ছেলে মাহিম উদ্দিন স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ও ৪ বছরের ছোট মেয়ে মাহিমা খাতুন। স্ত্রী ময়না বেগম শোকে নির্বাক। মা আকলিকা আহাজারি করছেন আর ছেলে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

এ ঘটনায় নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন জানান, আমার ছোট ভাগিনা মানিক হোসেন বাদি হয়ে রাতে মিজানুর রহমান খোকনকে প্রধান আসামী করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আবদুস সালামকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে মামুন হোসেনের ছোট ভাই মানিক হোসেন বলেন, আমার বড় ভাই মামুন ও ফুফাতো ভাই মিজানুর রহমান খোকন যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে তারা ব্যবসা আলাদা করেন। শনিবার দু’জন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এনিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় একটি মামলার হয়েছে। ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকেও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ