রাসিক মেয়রের সঙ্গে বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বডির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: মে ২৩, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর গভর্নিং বডির সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (২৩ মে) নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তির।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজ গভর্নিং বডির-সভাপতি মো. মুসাব্বিরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য রোকনুজ্জামান,বিদ্যোৎসাহী সদস্য মো. এনামুল হক মোল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য মাহমুদ হাসান রাজিব, দাতা সদস্য মো: শাহজাহান আলী, অভিভাবক সদস্য খান মো. মাহফুজুুর রহমান, অভিভাবক সদস্য সিদ্দিকা লুৎফুন নাহার, অভিভাবক সদস্য এস.এম রবিউল আওয়াল, শিক্ষক প্রতিনিধি লাইলুন নাহার, শিক্ষক প্রতিনিধি ওয়াহিদা সুলতানা, শিক্ষক প্রতিনিধি মোহা. ইকবাল হোসেন ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।

Exit mobile version