পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট: জুন ১৬, ২০২৪, ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রোববার (১৬ জুন) সকাল ৭ টায় নগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামস্থ মিজানের মোড় অবদার ঘাটে নদীর পাড়ে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ফেন্সিডিল-১৩০ বোতল উদ্ধার করে। খবর বিজ্ঞপ্তির।

র‌্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে জানান হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজানের মোড় অবদার ঘাটে নদীর পাড়ে ফাঁকা জায়গায় ০১টি হুলুদ রঙের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল রাজশাহী মহানগরীর মতিহার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version