সমাবেশ সফল করার লক্ষে ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ

আপডেট: জুন ২৩, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


২০২৪-২৫ অর্থবছরের বাজেটের উপরে ৫ দফা দাবিতে সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর। মঙ্গলবার (২৫ জুন) সারাদেশব্যাপি এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি সফল করার লক্ষে নেতৃবৃন্দ রোববার (২৩ জুন) লিফলেট বিতরণ করা হয়। এদিন বিকেল ৫টার দিকে নগরীর ঝাউতলা মোড় থেকে লক্ষীপুর মোড় পর্যন্ত এ লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য আবদুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, রাজপাড়া থানা সম্পাদকমণ্ডলীর সদস্য তৌহিদ উদ্দিন বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগর সহ-সভাপতি অমিত সরকার প্রমুখ।

Exit mobile version