মন্দিরের সংস্কার কাজ শিডিউল অনুযায়ী করতে বলায় হুমকির অভিযোগ

আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীর শ্রী শ্রী তালাইমারি কালিমাতা মন্দিরের সংষ্কার কাজ শিডিউল অনুযায়ী করতে বলায় মন্দির কমিটির সদস্যদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মন্দির কমিটি।

শ্রী শ্রী তালাইমারী কালী মাতার মন্দিরের সভাপতি বিশ^জিৎ সরকার বাদি হয়ে গত ২৫ জুন বোয়ালিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, মৃত সন্তোষ সেনের ছেলে স্বপন সেন (৬২), মৃত অতুল চন্দ্র সরকারের ছেলে আশিষ তরুদে সরকার ওরফে অর্পন (৪৫), মৃত অমরেন্দ্র নাথ দাসের ছেলে কিশোর কুমার দাস ওরফে উত্তম, মৃত স্বপন মুখার্জীর ছেলে স্বজন মুখার্জী (৪০), মৃত অরপন মিত্রের ছেলে মিঠু মিত্র (৩৫), মৃত শঙ্কর চন্দ্র সরকারের ছেলে বিজু সরকার (৩৫) ও মৃত অভিনাষ ঘোসের ছেলে সুকেন ঘোষ।

অভিযোগ সূত্রে জানা যায়, মন্দিরটির সংস্কার কাজের জন্য ধর্ম মন্ত্রণালয় ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কাজের টেন্ডারও হয়ে গেছে। মন্দির কমিটি কাজ সিডিউল অনুযায়ী করতে বলায় অভিযুক্তরা কমিটির সদস্যদের মারপিট ও ক্ষতি সাধনের হুমকি দিয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও দোষীদের বিচারের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের একজন স্বপন সেন বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। কাউকে কোনো হুমকি দেয়া হয় নি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।

Exit mobile version