আত্রাই প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তপন, সম্পাদক হেনা পুন:নির্বাচিত

আপডেট: মে ২২, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আত্রাই প্রেস ক্লাব কার্যনির্বাহী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সোনার দেশ পত্রিকার প্রতিনিধি তপন কুমার সরকার সভাপতি এবং দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল সাধারন সম্পাদক পুন: নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ মে) সকালে আত্রাই প্রেস ক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক আব্দুর রহমান রিজভির প্রস্তাবে সর্বসম্মতিক্রমে কমিটি নির্বাচন করা হয়। কমিটির অন্য সদস্যগন হলেন, সহসভাপতি-রুহুল আমীন (আমাদের সময়) আব্দুর রহমান রিজভি (প্রজন্মের আলো), আল আমিন মিলন (দুর্জয় বাংলা), যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা (দি ডেইলি নিউজ মেইল),

সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ (খোলা কাগজ) প্রচার সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয় (বাংলাদেশ বার্তা) ,ক্যাশিয়ার ফিরোজ হোসেন (নবদিগন্ত) কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন সেন্টু (কালবেলা), কার্যকরি সদস্য ছাবেদ আলী (সমকাল নিউজ ২৪.কম) খালেক হাসান (বাংলাদেশ সমাচার) হারুন অর রশিদ (জনবানী) রফিকুজ্জামান মানিক(আজকের বসুন্ধরা) খালেদ বিন ফিরোজ (বাংলার মানুষ)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version