মহাদেবপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট: জুন ২৩, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে রবিবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স. ম জাহাঙ্গীর আলম তোতার সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, আওয়ামীলীগ নেতা মুহা: মাহবুবুর রহমান ধলু, মনজুর আলম মনজু, প্রভাত কুশুম ব্যানার্জী, মজিবর রহমান, রাহেনুল হক লুসা,

জেলা পরিষদের সাবেক সদস্য আদম আলী রিপন বিশ^াস, বাবুল চন্দ্র ঘোষ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, অজিত কুমার মন্ডল প্রমূখ। এর আগে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version