আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দে রে…

আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, তুই আল্লাহ মেঘ দে’…। বহু বছর আগে ঈশ্বরদীর গ্রামে গ্রামে গ্রীষ্মকালের খরতাপের সময় সুর করে সৃষ্টিকর্তার নিকট এমন আবেদন জানিয়ে বাড়ির আঙিনায় ও উঠানে পানি ঢেলে কাদায় গড়াগড়ি খেয়ে বৃষ্টি কামনা করার রেওয়াজ চালু ছিল। এবার চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে পুরনো দিনের সেই চিত্র দেখা গেছে বিভিন্ন গ্রামে গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই ঈশ্বরদীর বিভিন্ন গ্রামে পানি ছিটিয়ে শিশুদের জলকেলির ছবি ও ভিডিওচিত্র দেখা গেছে।

সোমবার (২৯ এপ্রিল) উপজেলার দাশুড়িয়ার শামিলপুর খারজানি গ্রামে একদল শিশুদের এভাবে সৃষ্টিকর্তার নিকট পানি কামনা করার দৃশ্য দেখে স্থানীয় খায়রুল ইসলাম সবুজ জানান, শুধু এই গ্রামেই নয়, পাড়ায় পাড়ায় প্রায় প্রতিদিনই এভাবে পানি কামনা করতে দেখা গেছে শিশুদের। উপজেলার ভেলুপাড়া এলাকার আহমেদ রাসেল জানান, ১০-১২ জন শিশুরা একত্র হয়ে যখন বৃষ্টি কামনা করে সুরে সুরে ‘আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দে রে, তুই আল্লাহ মেঘ দে’…গাইছিল তখন অনেক বছর আগের সেই দিনের কথা মনে পড়ে গেল। শিশুদের এমন আবেদন দেখতে ভিড় করেন আশেপাশের স্থানীয়রাও। বাড়ির নারীরা শিশুদের গায়ে পানি ঢেলে দিয়ে তাদের আনন্দভরা এই বৃষ্টি কামনার আয়োজনকে আরো উৎসাহিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version