কুয়াশায় আসছে শীত

আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


হেমন্ত এখনও শেষ হয়নি। শীতকাল আসতেও এখনও বাকি ১৩ দিন। রোববার অগ্রহায়ণ মাসের ১৬ তারিখ। তবে এখনই শুরু হয়েছে শীতের আনাগোনা। রাজশাহীসহ উত্তরের জেলাগুলোতে বিরাজ করছে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশার চাদর মুড়ে ঘুম ভাঙছে মানুষের। সন্ধ্যার পর থেকে পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। রাত বাড়ার সঙ্গে বাড়ছে তা।

শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে দেখা মিলে কুয়াশার। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ছিল কুয়াশা। এসময় সড়কে যানবাহনগুলোতে বাতি জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গপোসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তাল আছে সাগর। আগামী তিনদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। নিম্নচাপ কেটে গেলেও তাপমাত্রা কমতে থাকবে।

রাজশাহী ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রাও কমে গিয়েছিল। শনিবার ছিল আংশিক মেঘলা। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, সাগরে এখন নিম্নচাপ চলছে। তাপমাত্রা আরও কমবে । এই সপ্তাহের পর শীত নামার সম্ভাবনা আছে। এই কয়েকদিন কুয়াশারও দেখা মিলবে।

Exit mobile version