গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেনের দাফন সম্পন্ন

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আজাহার হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হাউস নগর গোরস্থানে দাফন করা হয়। এরআগে তিনি সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা সাড়ে ছয়টায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে,আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যুবায়ের আহমদ, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারর্দী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও বাহার আলী, প্রবীণ আওয়ামীলীগের নেতা এমরান আলিসহ অনেকে। জানাযাপূর্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version