গোমস্তাপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

আপডেট: মে ৮, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


প্রথম ধাপের উপজেলা নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল কম। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। বেশিরভাগ ভোটকেন্দ্র তেমন ভীড় লক্ষ্য করা যায়নি। কেন্দ্রে আসা অনেক ভোটার প্রত্যাশা করছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রদান করে তাঁদের কাক্সিক্ষত প্রার্থী মনোনিত হবেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণও ভোটের মাঠে ছিলেন। এছাড়া মাঠে পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবিসদস্যরাও দায়িত্ব পালন করছেন। ভোটের পরিস্থিতি বিষয়ে ৪ জন চেয়ারম্যান, ৫ জন নারী ভাইস চেয়ারম্যান,৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কোথায় কোনো অভিযোগ করেনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, গোমস্তাপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭জন জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন গোমস্তাপুর উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে গেছেন।

উল্লখ্য, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি করছেন সাবেক গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম (আনারস) বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা (ঘোড়া), বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন (মোটরসাইকেল), সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন (কাপ পিরিচ)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, নজরুল ইসলাম (চশমা), বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ (টিউবওয়েল), সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল (তালা), মাসুদ পারভেজ (মাইক) ও সাবেক ইউপি সদস্য মোকসেদুর রহমান (টিয়াপাখি) প্রতীকে।

নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন , মনিরা খাতুন (সেলাই মেশিন), জোহনা খাতুন (ফুটবল), শামীমা বেগম (কলস), শিরিন আকতার (পদ্মফুল), সুলতানা খাতুন ( হাঁস) ও শামীমা জাহান সারা (পাখা) প্রতীকে।

Exit mobile version