নগরীতে রূপান্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৬, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রতিনিধির সাথে নির্বাচিত বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে নগরীর হোটেল ওয়ারিশানে ইউএসএইড ও আইআরআই এর সহযোগিতায় এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা পরিষদ রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, নারী নেত্রী কল্পনা ভৌমিক, শিক্ষক অসিম কুমার, শিক্ষার্থী আর রাফি, ইয়্যুথ লিডার আজমেরি পারভীন, সাংবাদিক সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ। উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়ক অসীম আনন্দ দাস, প্রজেক্ট অফিসার কামরুজ্জামান, ফারহানা রহমান, রিশাত রওশন ও পল্লবী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version