পার্বতীপুরে চিকিৎসা সেবার চেক বিতরণ

আপডেট: মে ৩, ২০২৪, ৫:১৯ অপরাহ্ণ

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত চিকিৎসা সেবার চেক চিকিৎসাসেবা প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ৮৯ জন চিকিৎসাসেবা প্রার্থীর হাতে ৩৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের অংশ হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের দুই উপজেলায় ৮৯ জন দুস্থ অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদানে ৩৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় চেকগুলো বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর শহরের নতুন বাজারস্হ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আব্দুল লতিফ নামে এক অসুস্থ বৃদ্ধের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। এর আগে দিনব্যাপী বিভিন্ন জনকে পার্বতীপুর-ফুলবাাড়ী এলাকায় চেকগুলো দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version