পার্বতীপুরে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী পালিত

আপডেট: মে ৯, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


পার্বতীপুরে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর প্রগতি সংঘ আয়োজিত বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বুধবার ( ৮ মে ) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রগতি মঞ্চে বাংলাদেশ রেলওয়ের টিটিই সুমন সরকারের সঞ্চালনায় প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় ও শ্রীমণ পরিবারের সার্বিক সহযোগিতায় এতে স্বাগতিক বক্তব্যে রাখেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে অতিথি বরণ করেন আগত সংগীত শিল্পীরা।

এতে আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল হক। প্রগতি সংঘের সাবেক সভাপতি প্রদীপ দত্ত। ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির,অধ্যাপক মাহমুদুর রহমান কাজল, শ্রমণ পরিবারের পরিচালক সুমন,অধ্যক্ষ দীপেশ চন্দ্র প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুপর্ণা ঘোষ, তুলি পাল, কৃষ্ণ দাস, রাজশ্রীসহ আরোও অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version