পৃথক অভিযানে ১৪ বছর করে সাজাপ্রাপ্ত দুই আসামীকে পাঁচবিবি থেকে গ্রেফতার

আপডেট: মে ৩, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল (বৃহস্পতিবার (২ মে) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উচাই ও মহিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গনেশপুর বানপুকুরের মৃত বরকত আীলর ছেলে আব্দুর রশিদ (৫২) এবং আব্দুর রশিদের স্ত্রী রওশন আরা (৪৫)কে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির ।

বিজ্ঞপ্তিতে জানান হয়, আদালত কর্তৃক স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (ও) বি ধারা মোতাবেক অভিযুক্ত আব্দুর রশিদ ও রওশন আরা কে ১৪ বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে উভয় কে আরো ২ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে বৃহস্পতিবার পাঁচবিবি থানাধীন উচাই ও মহিপুর এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
আসামীদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Exit mobile version