বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে রাবি ছাত্রলীগের ইদ উপহার বিতরণ

আপডেট: জুন ১৬, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করে রাবি শাখা ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক:


বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রোববার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে উপহার হিসেবে ৬০টা লুঙ্গি ও ৬০টা শাড়ি বিতরণ করে সংগঠনটি।

এবিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অসহায় মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করেছি। আমাদের বিশ্বাস, এই ছোট্ট প্রয়াস তাদের মুখে হাসি ফোটাবে এবং ইদ উদযাপনে নতুন রঙ যোগ করবে। আমাদের সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।

উপহার সামগ্রী বিতরণকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version