বোনের বৌভাতে গিয়ে একে একে তিন ভাইয়ের মৃত্যু

আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাওহার আমিন লাদেন (১৮) নামে আরও এক কলেজছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত জাওহার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। এর আগে গত ১৫ এপ্রিল মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্রীয় ইদগাহ মাঠের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তার মামাতো ভাই আকিব হাসান (১৫) ও খায়রুল বাশার ছাগির (১৭) হাসপাতালে মারা যায়। নিহত জাওহার নাটোর জামহুরিয়া কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র ছিল।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, গত ১৫ এপ্রিল ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে জাওহারসহ তিন মামাতো-ফুফাতো ভাই শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন একে একে তিনজনই মারা যায়।

Exit mobile version