লালপুরে চাকরি বহালের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

আপডেট: জুলাই ১, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রমে কর্মরত কর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের দায়িত্বপ্রাপ্ত ২৪ নারী কর্মী মানবন্ধনে অংশ নেন।

পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সঙ্গিতা রানী, শারমিন আক্তার সাথী, তহুরা খানম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন তারা। এ নিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া হঠাৎ করে চাকরি শেষের নোটিশ জারি করা হয়েছে। ফলে তারা পরিবার নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে দিকে যাচ্ছেন। তাই মানববন্ধন থেকে চাকরির চুক্তি নবায়ন করার দাবি জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version