উষ্ণতার জন্য

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ

তন্ময় নিসার


রাত নামে। নির্ঘুম আকাশ। মাটির কাছে
বাঁচে আর বাঁচে, প্রেম। তলহীন বিরহ আঁচে
পরম জ্বালা, জ¦লে। অণুপলে। প্রথাগত
পথ ছেড়ে, বিফলে। যেও না
বধির প্রেমিক, কানে না তোলে মানা।

শীত এলে শুধু নয়, জীবনের ক্ষয়। হামেশায়
প্রথিত চাহিদার চরাচরে, যৌবন ভয়
ঝেড়ে সব সংশয়, আসে তেড়ে।

ভয় হয়, উষ্ণতা নয়
যদি, প্রেমময় লোভ যায় বেড়ে?

Exit mobile version