জয়পুরহাটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ


জয়পুরহাট প্রতিনিধি :


‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবজ’Ñ স্লোগান সামনে রেখে এবং ‘রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ, সমঝোতা ও সম্প্রীতি, সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই’Ñ দাবিতে, সুজন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১২ মনভেম্বর) সকাল ১১:৩০ মিনিটের সময় শহরের টাউন হলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুজন জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাই। অতিথির বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. গোলাম মোস্তফা, সাবেক সদর মহিলালীগ নেত্রী রাবেয়া বসরী শান্তনা, সাংবাদিক মোফাজ্জল হোসেন বাবু,

জেলা প্রবীণ হিতৈষী সংঘের কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক ব্যাংকার রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক মো. গোলজার, অজিত চন্দ্র চৌধুরী ও মরিয়ম বেগম মিনা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা সুজন সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহাবুদ্দিন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন।

Exit mobile version