ফুটবলে টানা তিন হারের পর রাজশাহীতে জিতল শেখ রাসেল

আপডেট: মে ৪, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


চলমান ফুটবল প্রিমিয়ার লিগে যেন জিততে ভুলে গিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচেও হারের চোখ রাঙানি ছিল প্রবলভাবে। তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন হারের পর জয় তুলে নিয়েছে তারা।

রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার (৪ এপ্রিল) ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে জেতে শেখ রাসেল। দুই দলের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল গোলশুন্য ড্র। গত ফেব্রুয়ারির মাঝামাঝি ব্রাদার্স ইউনিয়নকে হারানোর পর টানা ৫ ম্যাচ জয়হীন ছিলো শেখ রাসেল। এর মধ্যে টানা ৩ ম্যাচ হারের আগের ২ ম্যাচে ড্র করেছিলো ২০১২ থেকে ১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ৭ম মিনিটে বক্সে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ গান্তো, কিন্তু সময় ক্ষেপণ করে শট নিতে পারেননি, কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ডিফেন্ডাররা।

কর্নারের পর শেখ রাসেলের ভ্যালেরি স্টেপানেকোর নম্বরের জোরাল ভলি যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। ফর্টিসের পা ওমার বাবু বক্সের বাইরে হতে চেষ্টা করেছিলেন, কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। ৩১তম মিনিটে ১টি আক্রমণ ফিস্ট করে রুখে দেয়ার একটু পর পরাস্ত হোন মিতুল মারমা। সতীর্থের পাস ধরে বক্সের একটু উপর থেকে নেওয়া পা ওমার বাবুর শট বলের লাইনে ঝাঁপিয়ে আটকাতে পারেননি শেখ রাসেল গোলরক্ষক, পোস্ট ঘেঁষে বল লুটোপুটি খায় জালে।

পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। কোডাই লিডার বাঁকানো ফ্রি কিকে বলের গতিবিধি বুঝেই উঠতে পারেননি গোলরক্ষক শান্ত কুমার রায়। দূরের পোস্টে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড গাঞ্জু আতান্দা কাজে লাগান সুযোগ। সমতা ফেরে ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেলের রক্ষণে চাপ দিতে থাকে ফর্টিস। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে ৬৪তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেলই। সতীর্থের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মনির আলম।

হেডে দুরের পোস্ট দিয়ে লক্ষ্য-ভেদ করেন দীপক রায়। শেষ দিকে সমতা-সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফর্টিস। ৮১তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে হতে মামুনুল ইসলাম মামুনের গতিময় শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও সুবর্ণ সুযোগ নষ্ট করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। কয়েক জনের পা ঘুরে বক্সে ফাঁকায় বল পেয়ে যান মামুনুল। প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নেওয়ার পর দেখে-শুনে শট নেন এই মিডফিল্ডার। বল মিতুলের হাতে লেগে গতি কমার পর গোললাইন থেকে ক্লিয়ার করে এক ডিফেন্ডার। এর একটু পরই বাজে শেষের বাঁশি।

ভুলতে বসা জয়ের আনন্দ সঙ্গী হয় শেখ রাসেলের। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শাহেদ হোসেন ও এদুয়ার্দ মোরিওর গোলে ২-০ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। ফর্টিসের পয়েন্ট ১৬। টানা তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আছে নবম স্থানে।-নিউজটি বিডিনিউজ থেকে সহায়তা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version