রাজশাহীতে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল (স্ট্রাইকার) ও ক্রিকেট (লেগ স্পিনার) বাছাই

আপডেট: মে ৪, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, রাজশাহীর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল (স্ট্রাইকার) ও ক্রিকেট (লেগ স্পিনার) বাছাই এবং পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শনিবার (৪ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে কর্মসূচির উদ্বোধন কনা হয়।

রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চেীধুরী। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. মাহাবুবুর রহমান, উপাধ্যক্ষ (চ.দা), সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী, মো. শামসুজ্জামান রতন, অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী, জিয়া হাসান আজাদ হিমেল, কোষাধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী ।

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৮ জেলা হতে আগত ২৪ জন ফুটবলার ও ২৪ জন ক্রিকেটার এর মধ্যে বাছাই করে উভয় ইভেন্টে ১৫ জন করে যথাক্রমে ফুটবল সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহীতে এবং ক্রিকেট মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version